এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শক্তি আরও বাড়াল বাংলাদেশ। সবশেষ বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম।
আগে থেকেই নির্ধারিত ছিল সৌদি আরবে বাংলাদেশ দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ইতালির সেরি ডিতে খেলা এই ফরোয়ার্ড। হয়েছেও তাই। নির্ধারিত সময়েই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামেদুল। এখন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ সময় পাবেন তিনি।
এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল, ১০ মার্চ ক্যাম্পে যোগ দিতে পারেন ফাহামেদুল। হয়েছেও তাই। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবে ক্যাম্প শেষে দেশে ফিরে ভারতে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে কাবরেরার দল। সেই ম্যাচটি সামনে রেখে এখন বর্তমানে সৌদি আরবে নিবিড় অনুশীলন করছে দল।
৩০ জনের ক্যাম্পে এখনও যোগ দেননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডে খেলা ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার আগামী ১৭ বা ১৮ মার্চ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। যা দেখার অপেক্ষায় এখন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।
সূত্র: যুগান্তর