ভারতে একদিনে সর্বোচ্চ হারে ছড়িয়ে পড়ল করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে রবিবার আক্রান্ত হলেন আরও ৫ হাজার ২৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে আরও ১৫৭ জনের।
এখন পর্যন্ত ভারতের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ১৬৯ জনে। এরমধ্যে ৫৬ হাজারের বেশি রয়েছে অ্যাক্টিভ কেস। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩৬ হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের।
দেশটিতে এখন পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই রাজ্যে কেবল শনিবারই করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৬০৬ জন মানুষ। যার জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ৩০ হাজারের গণ্ডি। এই রাজ্যেই করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সূত্র-বাংলাদেশ প্রতিদিন