এশিয়া কাপের চলমান ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। গ্রুপের অন্য ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংকে হারিয়ে সবার আগেই সুপার ফোরে খেলা নিশ্চিত করে রেকর্ড আট আসরের শিরোপাজয়ী দলটি।
কিন্তু গত রোববার সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে দুশ্চিন্তায় পড়ে গেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারত।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে ভারত যদি হেরে যায় তাহলে তারা বিপদে পরে যাবে। তবে তাদের ফাইনালে খেলার জন্য পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি অন্যদের দিকে তাকিয়ে থাকবে হবে।
পাকিস্তান যদি নিজেদের পরের দুই ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে হারে। তাহলে শ্রীলংকার পয়েন্ট হবে ছয়। আর ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট হবে দুই করে। সেই ক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে ভারতের।