যে হৃদয় কখনও দেখেনি আকাশের আঙিনা
তার কাছে ভালোবাসা চেয়ো না।
তাকে ভালোবাসা ভিক্ষা দাও
সে একটু উদার হোক।
যে মন কখনও পায়নি পাহাড়ের পরশ
তার কাছে ভালোবাসা খুঁজো না।
তাকে ভালোবাসা করুণা করো
সে একটু মৌন হোক।
যে হৃদয় কখনও সাগরের সানিধ্যে আসেনি
তার ভালোবাসা নিয়ো না।
তাকে ভালোবাসা দান করো
সে একটু বিশাল হোক।
যে হৃদয় কখনও বৃষ্টতে ভিজেনি
তার ভালোবাসা হতে দূরে থেকো।
তাকে ভালোবাসা সম্প্রদান করো
সে একটু কোমল হোক।
বিশাল-উদার,মহৎ-কোমল হৃদয়ের কাছে
ভালোবাসা করো লেনদেন।