স্পেন জাতীয় দল বা ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর সময়ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এতটা নয়, যতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গত পরশু জাপানি ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানাতে গিয়ে! জাপানি ক্লাবটির হয়ে শেষ ম্যাচটি খেলার পর সমর্থকদের বিদায় জানাতে গিয়ে কেঁদেই ফেলেন স্পেনের ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী মিডফিল্ডার।
বিদায়ের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ইনিয়েস্তা। ফলে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে বিদায় জানাতে ভিসেল কোবের সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছিল স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই করতালি আর স্লোগানের মাধ্যমে বিদায় নায়ককে অভিনন্দন জানাতে থাকেন দর্শক-সমর্থকরা। ভিসেল কোবের কোচ তাকাইওকি ইওশিদা শুরুর একাদশেই নামান ইনিয়েস্তাকে। তবে ৩৯ বছর বয়সী ইনিয়েস্তাকে পুরো ম্যাচ তিনি খেলাননি। ৫৭ মিনিটের সময় তুলে নেন।
মাঠ ছাড়ার সময় ইনিয়েস্তা দুই হাত নেড়ে বিদায় জানান জাপানিদের। গ্যালারির দর্শকেরাও আসন ছেড়ে দাঁড়িয়ে বিদায়ী অভ্যর্থনা জানান তাকে। স্টেডিয়ামের পরিবেশ তখন এতটাই গম্ভীর হয়ে উঠেছিল যে, বার্সেলোনার সাবেক কিংবদন্তি নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাভেজা কণ্ঠে শুধু একটুকুই বলেন, ‘শেষের দিকের কয়েকটা মাস আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল। সবাইকে ধন্যবাদ।’
বয়স ৩৯ হয়ে গেছে। ধারণা করা হচ্ছিলো, ভিসেল কোবের হয়ে বিদায় ম্যাচ খেলেই হয়তো নিজের খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টানতেন তিনি। কিন্তু না, ইনিয়েস্তা ভিসেল কোবে থেকে বিদায় নিলেও ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজিয়ে দেননি। সেই সিদ্ধান্তের বিষয়টি ঝুলিয়ে রেখেছেন ভবিষ্যতের জন্য, ‘মাঠ থেকেই বিদায় নেওয়া এবং ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা ছিল। আশা করি, এই আবেগ নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেব আমি।’
সেই সিদ্ধান্তটা কী হবে? তিনি কি আরো কিছুদিন খেলে যেতে চান? খেলে যেতে চাইলে, সেটা কোন ক্লাবের হয়ে? ভিসেল কোবের ক্যারিয়ারের যতি টানলেও ইনিয়েস্তা নতুন কোনো ক্লাবের সঙ্গে এখনো চুক্তি করেননি। কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তির কথাবার্তা হচ্ছে বলেও শোনা যাচ্ছে না। ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে ভিসেল কোবেতে যোগ দেন তিনি। সেই থেকে দীর্ঘ পাঁচটি মৌসুম জাপানে কাটিয়ে দিলেন তিনি। এই সময়ে ক্লাবটির হয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন, গোলও করেছেন ২৬টি। পাশাপাশি ভিসেল কোবেকে দুটি শিরোপাও জিতিয়েছেন।