সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমি ফাইনালে ওঠার আশা নিয়েই এই ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। তবে এই ম্যাচে মাঠে নামার আগেই ফিফার কাছ থেকে দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়েছে জামাল তপুদের।
সদ্যি হালনাগাদ করা ফিফা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্তান করছে লাল সবুজের জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপককে হারানোর পরই রেটিং পয়েন্ট বেড়ে র্যাংকিংয়ে উন্নতি হিয়েছে টাইগারদের। আজকের ম্যাচে ভুটানকে হারাতে পারলেও বাড়বে রেটিং পয়েন্ট, তবে তাতে র্যাংকিংয়ে অবশ্য আর উপরে ওঠা যাবে না।
নিজেদের শেষ ম্যাচে ফিফা র্যাংকিংয়ে ১৫৪ নম্বর দল মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর পরই ৭.৫৯ রেটিং পয়েন্ট বেড়ছে বাংলাদেশের। ৮৯১.৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ব্রুনাইকে টপকে র্যাংকিংয়ে ১৯১ তম স্থানে উঠে এসেছে জামাল-তপুরা।
আজ ভুটানের বিপক্ষে জিতলে ২.৫৬ রেটিং পয়েন্ট যোগ হবে তবে তাতে র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের।
আজ রাত ৮টায় নিজেদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
সূত্র: ইত্তেফাক