বাংলাদেশে রবি মৌসুমে মধ্য-আশ্বিন থেকে মধ্য-অগ্রহায়ণ (অক্টোবর-নভেম্বর) এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য-চৈত্র (মধ্য-ফেব্রুয়ারি থেকে মার্চ) পর্যন্ত সময় ভুট্টা বীজ বপনের উপযুক্ত সময়। এবং বেলে দোআঁশ ও দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী।
আমরা ইতোমধ্যে কমবেশি সবাই অবগত আছি যে, চুয়াডাঙ্গা জেলা ভুট্টা ও পান চাষের জন্য উপযোগী।
এই জেলাতে অধিক পরিমাণে পান, ভুট্টা, গম ও ধান ইত্যাদি চাষ করা হয়। বিগত দুই দিন আগে বৃষ্টির কারণে ভুট্টা চাষের জমিতে পানি বেঁধে থাকার কারণে ভুট্টা লানাগো সম্ভব হয় নি। মাঝে একদিন রোদ থাকার জন্য জমিতে সুন্দর ভুট্টা লাগানো উপযোগী হয়ে উঠেছে।
আর এইজন্যই সব চাষি ভাইয়েরা ভুট্টা লাগানোর জন্য মাঠে নেমেছে।
গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলার কুলপালা ও আশপাশের গ্রামগুলোতে প্রচুর পরিমাণ ভুট্টা লাগানো হয়।
কৃষক ভাইয়েরা জানান, কুলপালা গ্রামের বাজমারা মাঠে আজকে প্রায় দুইশত বিঘা জমিতে ভুট্টা লাগানো হবে। অনান্য বছরের চেয়ে এবার বেশি জমিতে ভুট্টা লাগাবেন বলে চাষীরা জানিয়েছেন।