নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করার অভিযোগে পুলিশ একরামুল হক (২৫) নামের এক যুবককে আটক করেছে। শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার পিতম্বরপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার আব্দুস সামাদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, শুক্রবার সকালে একরামুল হক পিতম্বরপুর গ্রামে গিয়ে নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দেয় এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসির মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ একরামুল হককে আটক করে থানায় নিয়ে আসে। ওসি জানান, একরামুল গ্রামের একটি দোকানে থাকা লোকদের মুখে কেন মাস্ক নেই বলে কৌফিয়ত চায় এবং টাকাপয়সা দাবি করে। এসময় গ্রামের লোকজন তার পরিচয় জানতে চায়। তখন সে নিজেকে এনএসআই সদস্য বলে পরিচয় দেয়। পরে গ্রামবাসি তাকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।