কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে গাঁজা সহ বিদ্যুৎ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপির হাওয়াখালী মাঠ এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ ১ মাদক বিক্রেতা কে আটক করতে সক্ষম হয়েছে ভেড়ামারা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ ওবায়দুল্লাহ’র নির্দেশে এস আই রুবেল’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সফল এই অভিযানের নেতৃত্ব দেন। আটক মাদক ব্যাবসায়ী বিদ্যুৎ জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের চাঁন শেখ’র ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।