বাবা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় আরিফা খাতুন মেঘলা (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
রবিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মেঘলা একই গ্রামের আলা উদ্দিনের মেয়ে এবং বিজেএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানায়, মেয়ে মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্ত সময় কথা বলার কারণে পিতা আলা উদ্দিন মেয়ের মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর গত শুক্রবার তার কর্মস্থল চট্টগ্রাম চলে যান তিনি। আজ রবিবার সকালে সেই অভিমানে ওড়না দিয়ে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেঘলা ।
ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।