কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সরকার সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল যোগে ভেড়ামারা ব্র্যাক অফিসে যাওয়ার পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক আব্দুল হান্নানের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামাল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মেপ্র/আরজেএম