মাইক থেকে আযান ধ্বনি
শুনতে পারি কানে
ভোর হয়েছে উঠতে হবে
সকল মুমিন জানে।
চারিদিকে কিচিরমিচির
নানান পাখি ডাকে
দূর্বাঘাসে শিশির বিন্দু
মুক্তো হয়ে থাকে।
কাস্তে হাতে নবীন কাকু
হনহনিয়ে হাঁটে
সূর্য ওঠার আগেই কাকু
যাবে চলে মাঠে।
বাড়ির পাশের কুমার বাড়ি
শব্দ শুনি ভোরে
খোপের মধ্যে লাল মোরগটা
ডেকে ওঠে জোরে।
শিউলি তলায় ঝরা ফুলের
সুবাস আসে নাকে
সূর্যি মামা দিচ্ছে উঁকি
ভাঙ্গা বেড়ার ফাঁকে।