মেহেরপুরের জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাসকে বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ‘স্বাধীনতা পদক-২০২২’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ স্বাধীনতা পুরষ্কার (মরণোত্তর) প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “স্বাধীনতা পদক-২০২২ তুলে দেন। মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের পুত্র জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এম.পি তার পিতার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান- তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ আন্দোলনে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে সম্মুখসারির নেতা হিসেবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের পর মেহেরপুর মহকুমায় তার নেতৃত্বে মহকুমা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
তাছাড়া, তিনি মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের ‘৩-সি’ কোম্পানির রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে অসহযাগ আন্দোলন, ভারতের বেতাইয়ে যুব অভ্যর্থনা ক্যাম্প প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প ও গেরিলা যুদ্ধ পরিচালনায় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। ১৯৯০ সালের ২১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।