২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপনের লক্ষে দর্শনা কেরুজ চিনিকলের উদ্দ্যেগে প্রস্তুতি সভা করেছে।
রোববার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি যাথাযোগ্য মর্যাদার সহিত পালনের লক্ষে উপস্থিত থেকে আলোচনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় উপস্থিত থেকে আরো আলোচনা করেন, মহা-ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহা-ব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (প্রশাসন ও প্রশিক্ষন) মাসুদ রেজা, কেরুজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, জুনিয়র অফিসার (ভুমি) জহির উদ্দীন, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক খবির উদ্দীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কেরুজ চিনিকল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইয়াসির আরাফাত মিলন, সহ-সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ও চিনিকলের মেম্বর সালাউদ্দিন সনেট, সাংগঠনিক সম্পাদক শিপলু।
আলোচনা সভায় মুক্তি যোদ্ধাদের বিষয় প্রাধান্য দিয়ে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির অহংকার ও শ্রেষ্ঠ সন্তান। আমি প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক হিসাবে যতদিন দায়িত্বে থাকবো ততদিন মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।