মহামারি করোনা আতঙ্ক
কর্মহীন মানুষ ঘরে ঘরে,
তিন বেলা দু’মুঠো ভাত
জুঠছেনা সন্তানদের গালে।
আকাশ বাতাস ভাইরাসে
ভারি সংক্রমনের ভয়ে,
কলিজার টুকরা সন্তানকে
স্পর্শ করেনা বাবা-মা’য়ে।
করোনাতে মৃত্যু হলে লাশ
গ্রহণ করছেনা পরিবারে,
মানবিকতার যে অবক্ষয়
তা মিলছে দাফন কালে।
আমার আমার বলে তুমি
গড়ে তুলেছো বহু তলা,
করোনা আক্রান্তের কালে
সাহায্যে কি লাগছে তা?
কিয়ামতের আলামত দেখ
বেঁচে থেকে দুনিয়াতে,
কেউ যে কারো নয় প্রমাণিত
হলো মহামারি করোনাতে।