ঝিনাইদহ-যশোর মহাসড়কের সুগারমিল- দুলালমুন্দিয়ার মাঝামাঝি নতুন মার্কেট এলাকায় রাস্তা দখল করে চলছে গ্যারেজের কাজ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
এমনি ভাবে হর হামেশায় চলছে সড়ক দখল করে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ। এমনি ভাবে সড়ক দখল করে কাজ করার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা।
ছবির লোকটি একটি স্টিল প্লেনশিড নিয়ে এভাবে যশোর ঝিনাইদহ মহাসড়কের উপর রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করছিলেন, আমি মোটরসাইকেলে আমার গ্রামে যাচ্ছিলাম, রাস্তায় যান চলাচলোও সাভাবিক ছিলো। প্রথমে ভেবেছি উনি রাস্তা পার হবেন, পরে খেয়াল করি তার পায়ের নিছে প্লেনশিড রয়েছে। হার্ড ব্রেক করে দাঁড়িয়ে যেতে হয় আমার।
ওনার কাছে রাস্তার উপর এ কাজ করছেন কেনো জানতে চাইলে তিনি সহ আরও কয়েকজন আমার উপর চড়াও হোন, পরে সাংবাদিক পরিচয় দিলে বলেন “যান ছবি তুলে পেপারে ছেপে দেন”। অবস্থা অনুকূলে না থাকায় আমি ও আমার বন্ধু ইয়াছিন দ্রুত জায়গা ত্যাগ করে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাই।
কিভাবে এগুলো সম্ভব? এটা একটা ন্যাশনাল হাইওয়ে। আমার কথা বাদ দিলাম, ওনার উপর দিয়েও তো গাড়ি চলে যেতে পারে।
এগুলা কি দেখার কেউ নাই? নিরাপদ সড়কের দাবি আজও অধরা!