ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য, চোরায় মালামাল এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিকদের আটক করেছে ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
রবিবার ৫৮ বিজিবি’র মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বেলা ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/৫-এস হতে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী বিহীন ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৬টার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তাছাড়া গত ০৮ ফেব্রুয়ারি আনুমানিক ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৪ হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর থানা মোড় হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২২৩২ পিচ ভারতীয় চশমা এবং ৭৩ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এছাড়াও আজ ৯ ফেব্রুয়ারি মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ পলিয়ানপুর এবং বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১৯ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।