মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এরঅধিনস্থ মাটিলা বিওপির টহল দল কর্তৃক মহেশপুর থানার বাশাবাড়ীয়া গ্রামের মাঠের মধ্যে (সীমান্ত পিলার- ৫৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) ০৯ জন (পুরুষ-০৫, নারী- ০৩ এবং শিশু-০১) বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,খুলনা জেলার রুপসা থানার রাজাপুর গ্রামের মোঃ সাকিব (২৩), পিতা- মোঃ শহিদুল, মোঃ আল আমিন হাওলাদার (৩৪), পিতা- শহিদুল,মোঃ আমিন হাওলাদার (১৯), পিতা- শহিদুল হাওলাদার,বাগেরহাট জেলার,মোড়লগঞ্জ থানার হামিদা বেগম (৫১), স্বামী- মৃত লুৎফর রহমান, মোঃ হাবিবুর রহমান মৃধা (২৯), পিতা- হারুন মৃধা,নড়াইল জেলার,কালিয়া থানার মোসাঃ হাসিনা বেগম (৩৪), পিতা- সাহেদ আলী মোল্লা,খুলনা জেলার রুপসা থানার, হাসান (২৪), পিতা- সোহেল, জোসনা সরদার (৩০), পিতা- জয়নাল সরদার,খুলনা জেলার তেরোঘাটা থানার সানিয়া (০২), পিতা- মোঃ মাসুদকে আটক করে ।
একই সাথে মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ মাটিলা বিওপির টহল দল মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠের মধ্যে (সীমান্ত পিলার- ৫২/১৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে যশোর জেলার,কেশবপুর থানার, জাহিদুল ইসলাম (২৫), পিতা- বাবলু রহমান,সালমা খাতুন (১৯), স্বামী- জাহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলার ,কলারোয়া থানার রুমা খাতুন (২৯), স্বপ্না বেগম ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয় এবং আটককৃত আসামীদের সোপর্দ করা হয়েছে।