মা বাবা বসবাস করে দামুড়হুদা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের চাপড়া থানার নদীয়া জেলার মহোখোলা গ্রামে। দুই মেয়ে থাকেন দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে।
অনেক আগেই বাবা- মায়ের সাথে অভিমান করে দুই বোন চলে আসেন বাংলাদেশের দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে। মা ফজিলা বিবি (৭০)জানা যায় শুক্রবার (২০ জানুয়ারী ) ভোর ৬ টার দিকে মারা যায়।
বাবা আব্দার আলি দুই মেয়েকে জানায় তোদের মা মারা গিয়েছে। মাকে শেষ বারেরমত দেখার জন্য স্থানীয় বিজিবি ও বি এস এফ কে অনুরোধ জানান তার পিতা। মানবিক বিষয় বিবেচনা করে উভয় দেশের সৈনিকদের মতামতের ভিত্তিতে বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট সময় নির্ধারন করেন।
ঐ সময়ের মধ্যে মেয়ে ডালিমন খাতুন (৫২)ও রাবেয়া খাতুন (৪৬) ভারতীয় অংশে প্রবেশ করে মাকে শেষ বারের মত দেখে চলে আসেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহ মো: ইশতিয়াক পি এস সি ঘটনাটি নিশ্চিত করেছে। এ ঘটনায বিজিবি- বিএস এফ দৃষ্টান্ত স্থাপন করেছে।