মাঝে মাঝে মন চায় দূরে কোথাও হারিয়ে যাই,
সাগরের পথ ধরে সেখানে থাকবে শুধু-
সবুজে সবুজে ঘেরা পৃথিবী,
যে পৃথিবী আমার দিকেই চেয়ে থাকবে আর শিশির জলে
ঘাসের উপর বিন্দু বিন্দু ফোটা গুলো হাসবে।
আকাশে পাখিরা ডানা মেলে উড়ে যাবে.
মাঝে মাঝে মন চায় বলতে মেঘেদের
আমারো মন চায় ভেসে যেতে মেঘ হয়ে!
নীল আকাশে দিগন্তের হাত ধরে,
আমি বুঝিনা ভালোবাসার গভীরতা কতটা?
তবুও ভালোবাসতে মন চায় সবুজ পৃথিবীকে।
আমার হারিয়ে যেতে মন চায়,
সোনালী ফসল গুলো বুকে করে নৌকার পাল ধরে
মন বারবার চায় দূরে কোথাও হারিয়ে যাই।
এই মন চায় নদীর কুলে কুলে সেথায়।