হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, উত্তরা, ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাইওয়ে পুলিশ ৯টি পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম
কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা
নয়টি পদে সর্বমোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের http://police.gov.bd ও www.heighwaypolice.gov.bd থেকে ফরম ডাউনলোড করে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায় :
ঠিকানা : পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং), বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট