কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও সুনিপুন দিকনির্দেশনায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে চলেছে।
বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়াঙ্গনকে বড় ভূমিকা রাখতে হবে৷
সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দুরে থাকেন। কোনো ক্রীড়াবিদ মাদক গ্রহণ করতে পারে না। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে মাদকমুক্ত সমাজ উপহার দিয়ে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপিত হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’।
আলোচনা সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।