ভারতের লকডাউনে শ্রমিক ও দরিদ্র মানুষদের জন্য ‘সুপারম্যান’এর অবতারে হাজির হয়েছিলেন দক্ষিণী তারকা সোনু সূদ। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায্য চেয়েছেন তাদের জন্য ছুটে যান সোনু।
লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন্য ধন্য করছেন অভিনেতাকে।
ফের একবার নিজের মহত্ব দিয়ে মানুষের মন জয় করে নিলেন সোনু। প্রমাণ করে দিলেন, তিনি সত্যিই ‘গরিবের মসিহা’। এবার দরিদ্র বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখে দিলেন সোনু। ১০ কোটি রুপি ঋণ নিয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন এই তারকা।