শাক দিয়ে মাছ যায় না ঢাকা সারা জনম ভর
সত্যের জয় দেরিতে হলেও হবেই যে নড়চড়।
শক্তি দিয়ে জয় করিলেও ঠুনকো ভেবে নিও
অসির চেয়ে মসির মূল্য সারা জনম দিও।
সৎ থাকাটা দরকারি যে সকল লোকেই বলে
অসৎ লোকের গলাবাজি সবকাজে না চলে।
তেলা মাথায় তেল দেওয়াটা দেখি কারো কাজে
নিন্দুকেরে সকল লোকেই বলে এখন বাজে।
অহিংসা পরম ধর্ম গুণীজনে কয়
সত্যিকারের মানুষই হবে আসল পরিচয়।