করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দু’দিন ধরেই জ্বর মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে বেশ। শুক্রবার তার পরীক্ষা করান। ফলাফল পজিটিভ এসেছে আজ শনিবার। তারপর থেকেই সতীর্থ ক্রিকেটাররা একের পর এক দোয়া ও শুভকামনা জানাতে থাকেন মাশরাফিকে।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের জন্য দোয়া প্রার্থনা করাদের তালিকাটা মানেনি কোন সীমান্তরেখা। ক্রিকেটীয় ভাতৃত্ববোধের পরিচয় দিয়ে মাশরাফির জন্য দোয়া করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। টুইটারে তিনি লিখেছেন, ‘করোনাক্রান্ত মাশরাফি মর্তুজা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।’
এর আগে শনিবার সন্ধ্যায় নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’
‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’ সূত্র-যুগান্তর