আজ কেন জানি শ্রান্ত নদীকে দেখে
এলোমেলো কিছু সৃতির ফেলে আসা অনুভূতি
গুলোর কথা এই সচছ জলে ভেসে উঠছে থ
নীলাদ্রি তুই প্রায়ই আমায় বড্ড বেশি রাগানোর
জন্য একটা নতুন নামকরন করতিস,
যে নাম গুলোর পেছনে থাকতো তোর যৌক্তিক
সংগা আর আমায় নিয়ে ঠাট্টা করা।
কিরে গাধি!তুই বডড বোকা রেথ
বোকার মতোন কি করলাম শুনি?
তুই তো আজন্মই বোকা,
বোকা তোর বিবেকথ
যেখানে তোর কাছে সব সহজ
বোকা তুই কারণ তোর আস্থার
জায়গা হয় ভূলহ্মেত্র বিশিষ্ট থ
বোকা তোর হাসি যেখানে নিজেকে
লুকাস অন্যের মঙগল ভেবে।