উর্দু না চাই মায়ের ভাষা
এই দাবিতে রাজপথে,
নেমেছিল প্রতিবাদী
ছাত্র সমাজ পথে।
বুকের তাজা রক্ত দিলো
পাকিদের গুলিতে,
অ আ বর্ণমালা এলো
মায়েরই ঝুলিতে।
একুশ তারিখ প্রাণ বিলিয়ে
আন্দোলনে সফল,
বাংলা সুরে বাঙালিদের
বাংলা ভাষা দখল।
এই ভাষাতে বলতে কথা
মিষ্টি যেমন লাগে,
ত্যাগটা দেখে এই দুনিয়ায়
দৃষ্টি সবার জাগে।