বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার দেশ,
বাংলা মায়ের স্বাধীন দেশের
রূপের নেই তো শেষ।
যে দেশের ওই কাঁদামাটি
মায়ের মুখের বুলি,
মনে প্রাণে ভালোবাসে
কৃষক শ্রমিক কুলি।
রফিক শফিক সালাম বরকত
বাংলা ভাষার তরে,
একুশের দিন হাসি মুখে
জীবনটা দান করে।
শিমুল ফোটে রক্ত রাঙা
বাউলে গায় গান,
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ।