একুশ এলো বছর ঘুরে
সবার মুখে হাসি,
একুশ এলে হৃদয় মাঝে
বাজে মধুর বাসি।
সবার মুখে হাসি,
একুশ এলে হৃদয় মাঝে
বাজে মধুর বাসি।
একুশ এলে পাড়ায় পাড়ায়
কত যে ফুলের বন্যা,
শহীদ মিনারে সাজিয়ে রাখে
স্কুলের ঐ যে কন্যা।
ছেলে মেয়ে হাতে হাতে
কত ফুলের রং,
মনের আনন্দে মিলেমিশে
খুশিতে করে ডং।
মায়ের ভাষা এনে দিতে
গেলো যাদের প্রান,
আসো সবাই একাত্ব হয়ে
করবো তাদের সম্মান।