ঈদ এলে মা আগের মতো
আমি কিন্তু হাসি না,
নতুন জামা বুকে নিয়ে
সুখনদীতে ভাসি না।
সেমাই মুখে থাকলে লেগে
আঁচলে কেউ মোছে না
কোন খাবারটা প্রিয় মাগো
তোমার মত বোঝে না।
ঈদের রাতে খুশির জোয়ার
আগের মতো ওঠে না,
তোমার পায়ে সালাম করা
ভাগ্যে যে আর জোটে না।
ঈদ এলে মা আগের মতো
চাঁদ দেখিতে দৌড়াই না,
তুমিহীনা সুখআকাশে
ইচ্ছেগুলো উড়াই না।