উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রবিবার রাতের ফাইনালে জার্মান জায়ান্টরা ১-০ গোলে হারায় ফরাসি ক্লাবটিকে।
বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ জেতায় মিউনিখে হয়েছে উৎসব। আনন্দ উল্লাস যেন থামছিলই না। বায়ার্ন গোল দেয়ার পর পরই শুরু হয়ে যায় উৎসব। ম্যাচ শেষ হলেও তা চলে মধ্যরাত পর্যন্ত। ট্রেবল জয়ের আনন্দে বিভোর ছিল বাভারিয়ান্স ফ্যানরা।
অন্যদিকে, শিরোপার এতো কাছাকাছি এসে তা হাতছাড়া হয়ে যাওয়া প্রচণ্ড রকমভাবে হতাশ ফ্রান্সের রাজধানী প্যারিসের পিএসজি সমর্থকরা। তাই ম্যাচশেষে রাতেই প্যারিসের রাস্তায় নেমে পড়েন সমর্থকরা। শহরের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এমনকি গাড়ি পুড়িয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে হাজারও বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে আনে ফরাসি পুলিশ।
সূত্র- বিডি প্রতিদিন