অশ্রুজল আর শূন্য হাতে পাঠিয়েছেন রবে,
সুন্দর ক্ষণস্থায়ী মিছে এই ভবে।
কোরআন আর হাদিস শিক্ষায় নেই কোন সাড়া,
রঙ তামাশা ভোগবিলাসে থাকি পাগলপারা।
একমুঠো ভাত সুখের আশে পাপের পথে হাঁটি
মনুষ্যত্ব পায়ে ঠেলে করছি জীবন মাটি।
হিংসা বিদ্বেষ হৃদে পোষে করছি বৃথা বাস,
কর্ম দোষেই ডাকছি শুধু জীবনেরও নাশ।
মিথ্যাচারে সুখ পালিয়ে দুঃসহ দিন কাটে,
ক্ষমা কি আর করবে প্রভু শেষ বিচারের মাঠে?
সুদ আর ঘুষে মন না দিয়ে সততারই পথে,
হালাল হারাম বুঝে চলো প্রভুর খুশি মতে।