কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে ওয়েব অরমিক্স ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে মশান বাজারের রূপালী ব্যাংকের নিচতলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বেকারত্ব দুর করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের বিকল্প নাই। আজকের এই প্রতিষ্ঠান উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে এলাকা ও আশপাশ এলাকার শিক্ষিত বেকার যুবকদের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইনসহ কার ড্রাইভিং প্রশিক্ষণ এর মধ্য দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি হবে। কারণ প্রশিক্ষণ গ্রহণ করলে অবশ্যই কর্মসংস্থানের দ্বার উন্মোচন ঘটবেই। আমি এই প্রতিষ্ঠান সাফল্য কামনা করি।
ওয়েব অরমিক্স ইনস্টিটিউটের পরিচালক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও এডমিন নুপুর নাহার বিশ্বাস (লাবনী)’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার লুৎফর রহমান, রবিউল আলম মুকুল, নাসির উদ্দিন বিশ্বাস, মাসুম আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ওয়েব অরমিক্স ইনস্টিটিউটের এডমিন নুপুর নাহার বিশ্বাস (লাবনী) বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এ প্রতিষ্ঠানে ৩/৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন, ৬ মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন, ১/২ মাস মেয়াদী প্রাইভেট কার ড্রাইভিং প্রশিক্ষণ ও ২ মাস মেয়াদী ইংলিশ স্পোকেন এর প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।