কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন জেলা ছাত্র লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শামস সুমন। তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শামস সুমন মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সে মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত: শমসের আলীর ছেলে।
জানা যায়, বুধবার রাত সাড়ে এগারোটার সময়ে বাড়ি ফেরার পথে মশান হাইস্কুলের পিছনে তার মোটরসাইকেল গতিরোধ করে পিটিয়ে জখম করে।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। তবে লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।