কুষ্টিয়ায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩’ উপলক্ষ্যে মৎস্য বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং মৎস্য চাষীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দিশা সংষ্থার সহকারী পরিচালক এনামুল হক সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নরুল ইসলাম নান্নু, পোড়াদহ মৎস্য বীজ খামারের ব্যবস্থাপক জগদ্বীশ চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা বলেন, মাছ আমাদের দেশে প্রাণিজ আমিষের প্রধান উৎস। হাজার বছর ধরে আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে মাছ শব্দটি। তাই প্রবাদেও আছে- ‘মাছে ভাতে বাঙালি’। এটি শুধু প্রবাদ নয়, বাঙালির জাতীয় চেতনাও বটে। এ চেতনাকে ধারণ করেই মাছচাষি, মৎস্য বিজ্ঞানী ও গবেষক এবং সম্প্রসারণবিদসহ সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ মৎস্য সম্পদে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।