মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের স্কুলে নির্মাণকৃত ওয়াটার টাওয়ার পরিদর্শন করেছেন ফুটস্টেপ্স এর চেয়ারম্যান শাহ রাফায়েত চৌধুরী।
আজ বুধবার দুপুরে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ে স্থাপন করা ওয়াটার টাওয়ারগুলো পরিদর্শন করেন।
এছাড়াও কয়েকটি বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জনপ্রিয় ইউটিউবার ও ব্লগার নিওন, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামানসহ ফুটস্টেপ্স এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে সকালে ফুটস্টেপ্স এর মিরপুর আঞ্চলিক কার্যালয়ে পৌঁছালে ফুটস্টেপস এর চেয়ারম্যান শাহ রাফায়েত চৌধুরীসহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, মাত্র ১৭ বছর বয়সে ২০১৩ সালে ফুটস্টেপস বাংলাদেশ প্রতিষ্ঠা করেন শাহ রাফায়েত চৌধুরী। এর লক্ষ্য ছিলো এমন সব সামাজিক উদ্যোগের পরিকল্পনা করা যেগুলো কেবল বিদ্যমান চ্যালেঞ্জের মোকাবিলা করবে না বরং ত্রাণ নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশে টেকসই ও প্রাণোচ্ছ্বল সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। আজ পর্যন্ত বাংলাদেশের ১৬টি জেলার এক লাখেরও বেশি মানুষের জীবনে প্রভাব ফেলেছে ফুটস্টেপ্স।
এসব মানুষের জন্য নিরাপদ খাবার পানি, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থা করেছে সংস্থাটি।
প্রথম বাংলাদেশী হিসেবে তরুণ বিশ্ব নাগরিকদের জন্য প্রবর্তিত এএফএস পুরস্কার লাভ করেন বাংলাদেশের ২৪ বছর বয়সী পরিবেশবাদী ও সামাজিক উদ্যোক্তা শাহ রাফায়েত চৌধুরী। উন্নয়ন খাতে অসামান্য অবদান রাখায় বিশ্বের হাজার হাজার তরুণদের মধ্য থেকে এই পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়। রাফায়েত বাংলাদেশের সুপরিচিত সামাজিক ব্যবসায়িক উদ্যোগ ফুটস্টেপস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সহ প্রতিষ্ঠাতা।