কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে মনোয়ার(৪০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুরের ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া এলাকার উসমান প্রামানিকের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে আমলার দিকে যাচ্ছিলো একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নসিমনের চালক মারা যান। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।