মাহমুদুল্লাহ ক্রিজে এসেছিলেন ইনিংসের ১৭তম ওভারে। উমরান মালিকের বলে উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ হয়ে তিনি ফিরলেন ইনিংসের ৪৭ তম ওভারে। মাঝের এই ৩০ ওভারে মিরাজকে নিয়ে গড়লেন ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোন উইকেটে সর্বোচ্চ ১৪৮ রানের জুটি।
প্রথম ওয়ানডেতে মিরাজের দৃঢ়চিত্তের ব্যাটিংয়ে ১ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছিলো বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপরররযয়ের মুখে টাইগারদের ব্যাটিং লাইআপ। ৬৯ রানেই নেই ৬ উইকেট। ১০০ রানের নিচেই গুটিয়ে যাওয়ার ভয় টাইগারদের ড্রেসিং রুম। ঠিক সেখানেই যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন আগের ম্যাচের নায়ক মিরাজ। সঙ্গী হিসেবে পেলেন বাংলাদেশের বহুবার ঘুরে দাঁড়ানোর নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।
দুজনের জুটি শুরু ১৯তম ওভার থেকে। ভারতীয় বোলাররা চোখ রাঙ্গাচ্ছিলেন ১০০’র নিচে অলআউট করে দেওয়ার জন। তাদের সেই উইকেটে আনন্দের সামনে যেন ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন মিরাজ-মাহমুদুল্লাহ।
দুজন মিলে একটু একটু করে দেখশুনে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশের ইনিংস। ৬৯ রানে ৬ উইকেট থেকে টাইগারদের ইনিংস নিয়ে যান ২০০ রানের ওপর। দুজনই তুলে নেন নিজেদের ফিফটিও।
অবশেষে ৪৭তম ওভারের প্রথম বলে এসে ভাঙে ১৪৮ রানের জুটি। উমরান মালিকের বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলের দারুণ এক ক্যাচ সাজঘরে ফেরেন রিয়াদ। ফেরার আগে ৯৬ বল খেলে ৭ চারের সাহায্যে করেন ৭৭ রান।
রিয়াদের আউটে জুটি ভাঙলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন মিরাজ। ইনিগসের শেষ বলে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট থেকে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ২৭১ রানে।