মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ বিষয়ক রচনা প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে মেহেরপুরের তাওহিদা রিফা।
তাওহিদা রিফা মেহেরপুরের জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। সে শহরের বোস পাড়ার তবিয়ত তাওহিদ ও হাসিবা খাতুন দম্পত্তির কন্যা।
গত মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পর্য়ায়ে বিজয়ী হওয়ায় তাকে পুরস্কার ও মেডেল দেওয়া হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ।
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ বিষয়ক রচনা প্রতিযোগীতায় তাওহিদা রিফা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়। সেখানে সেরা ১০ বিজয়ীর অন্যতম হিসেবে বিজয়ী হয়। এ হিসেবে দুই বছর প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে জাতীয় পর্যায়ের বিজয়ীদের।