হাসি ভরা মুখটি তোমার
দেখতে ভারী চমৎকার
হৃদয় সাগরে বইছে আজ
কত আনন্দের জোয়ার।
ফিরিয়ে দিও না আমার
শূন্য দুটি হাত
প্রতিনিয়ত কষ্টে কাঁটে
আমার প্রতিটি রাত।
জুটুক বা নাই বা জুটুক
এই কপালে সুখ
রাত পোয়ালে দেখি যেন
তোমার মিষ্টি মুখ।
রক্ত জবা ফুল গুঁজে দেবো
তোমার খোঁপার মাঝে
আমি তোমায় দেখতে চাই
নতুন কোন সাজে।
রং মাখা তুলি দিয়ে
তোমার ঠোঁট দেবো রাঙিয়ে
সেই তুলি শুকাবো আজ
হৃদয় মাঝে টাঙিয়ে ।