মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসা নিতে অবশেষে হেলিকপ্টারে করেই ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হলো মহাজনপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে।
আজ রবিবার (২২ মে) সকাল পৌণে ১০ টার সময় মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠ থেকে হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্যেশ্যে রওনা হন তিনি।
তার সাথে রয়েছেন স্ত্রী কল্পনা খাতুন ও ভাস্তে (ভাইয়ের ছেলে) জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন।
মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু গতকাল শনিবার (২১ মে) দুপুরে হার্ট স্ট্রোক জনিত কারণে ২৫০ সয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিয়াক ডাক্তার আব্দুর রশিদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।
আলহাজ্ব আমাম হোসেন মিলুর সুস্থ্যতা ও রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে জেলাবাসির কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের লোকজন।