মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাজিপাড়া গ্রামে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা তথ্যকেন্দ্র এ বৈঠকের আয়োজন করে। মুজিবনগর তথ্য কেন্দ্রের তথ্য কর্মকর্তা তানিয়া খন্দকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি ।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেন । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন।
উঠান বৈঠকে শিক্ষা, বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার ,সমাজ সেবা দপ্তরের কার্যক্রম ও হেল্প লাইন ১০৯৮ এবং জরুরি সেবার হেল্প লাইন নিয়ে আলোচনা করা হয়।
-মুজিবনগর অফিস