মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দারিয়াপুর উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১টার সময় দারিয়াপুরস্থ তার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যা শিক্ষার্থী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় দারিয়াপুর ফুটবল মাঠে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মুজিবনগর থানা পুলিশের একটি চৌকষ দল তাঁকে জাতীর বীর এ সন্তানকে গার্ড অব অনার প্রদান করে। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুন সুর বেজে উঠে।
পরে সাড়ে ১০টায় জানাযা শেষে উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাযা ও দাফনকাজে স্বজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।