মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভি ডব্লিউ বি এর আওতায় হতদরিদ্র মহিলাদের মাঝে ২৪ মাসের চাউলের কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগোয়ান ইউপি ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক এর সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব উদ্দিন, আফরোজা রোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য রকিবউদ্দীন, রফিকুল ইসলাম, রিপন,সিবাস্তিন মল্লিক ঝড়ু, সংরক্ষিত সদস্য মাবিয়া খাতুন, মরিয়ম খাতুন।
ভি ডব্লিউ বি এবার বাগোয়ান ইউনিয়নের ৪২৬ জন অসহায় দরিদ্র পরিবার বিনামূল্যে মাসিক ৩০ কেজি করে ২৪ মাস সরকারী চাউল পাবেন।