মুজিবনগরে গাঁজা সেবন করার অপরাধে মহাসিন ফকির (৬০) নামের এক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মহাজনপুর গ্রামের তার নিজ বাড়িতে থেকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়।
মহাসিন ফকির একই উপজেলা মহাজনপুর উত্তরপাড়ার মৃত আজগর আলি বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি।
উপজেলা নির্বাহি অফিসার জানান, গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার অপরাধ স্বীকার করায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
-মুজিবনগর অফিস