মুজিবনগর উপজেলার মহাজনপুর সড়কের পাশে একটি গমক্ষেতে পরিচয় হীন একজন মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জনৈক রাজ্জাক এর ইট ভাটার পাশে গম খেত থেকে ঐ নারীর লাশ উদ্ধার কর হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল বলেন, স্থানীয় কালু মেম্বার কৃষকদের মাধ্যমে জানতে পেরে আমাকে জানায়। আমি তৎক্ষণিক পুলিশ পাঠিয়ে লাশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। গলায় ও মাথাই আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
মৃত নারীর কোন পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।