মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে মান্নান ডাক্তার ও তার ভাই বারিক এর সাথে জমি সংক্রান্ত বিষয়ে প্রায় একসপ্তাহ আগে থেকে মনোমালিন্য হয়ে আসছে অভিযুক্ত মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুর।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে জমিটি নিয়ে মান্নান ডাক্তার ও তার ভাই বারিকের সাথে মিঠুর মনোমালিন্যের পূর্বেও জমির মালিক ছিল তাদের বোনের ছেলে তাপু নামের একজন ব্যক্তি। তাপু জমিটি তার মামাদের রেজিস্ট্রি করে দেয় দুর্ধর্ষ ও প্রভাবশালী মিঠুর সাথে পেরে না উঠে। কিন্তু এক সপ্তাহ পূর্ব থেকে জমি মাপার পরে উত্তেজনা বাড়তে থাকে।
এর মধ্যে আজ বুধবার গেছে বিকেল ৪ টার সময় জমি জায়গার জের ধরে অভিযুক্ত মহাজনপুর গ্রামের রেজাউল আলীর ছেলে আরিফুল হক মিঠু (৩৮) তার ধারালো হাঁসুয়ার এলোপাতাড়ি কোপে মান্নান ডাক্তারের (৭৫) হাতের কব্জি কেটে যায় এবং পেটের ভুড়ি বের হয়ে যায়।
স্থানীয়রা মান্নান ডাক্তার কে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেরপুর সদর হসপিটালে নিলে জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসকরা তার প্রাণের আশঙ্কা দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করে।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার ফিদু জানান ঘটনা ঘটার সময় তিনি মহাজনপুর ছিলেন না তবে জমি জায়গা সংক্রান্ত কারণেই এই কোপ মারার ঘটনাটি ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, বিষয়টি তিনি শুনেছেন অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।