মুজিবনগরে এইসএসসির ফাইনাল পরিক্ষার ফরম পূরন নিয়ে শামিম রেজা নামের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক এর বিরুদ্ধে।
জানা গেছে, এইসএসসি টেষ্ট পরিক্ষায় যারা সকল বিষয়ে কৃতকার্য হতে পারে নি তাদের ফরম পূরন করতে দেওয়া হচ্ছে। কিন্তু এদের ভিতরেও কিছু কিছু ছাত্রদের ফরম পূরন করতে দেওয়া হচ্ছে না।
এ নিয়ে শামিম রেজা সহ কয়েকজন শিক্ষার্থীদের অধ্যক্ষের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে মুজিবনগর থানা থেকে পুলিশের একটি দল মুজিবনগর ডিগ্রী কলেজে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয় জানতে চাইলে শামিম রেজা বলেন, আমার টেষ্ট পরিক্ষা চলাকালীন সময়ে সেনাবাহীনিতে চাকরী হয়ে যায়।
তাই চাকরীর ক্ষেত্রে বিভিন্ন যায়গায় আসা যাওয়ার জন্য ৪ টি পরিক্ষা দেওয়া হয়নি।
পরে একটি এক্সিডেন্টের কারনে আমার নামে মামলা হওয়ায় চাকরিটা চলে যায়।
পরে পুনরায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। এ বিষয় নিয়ে ফরম পূরনের অনুমতি দেওয়ার জন্য আমি অধ্যক্ষের কাছে অনুরোধ করি।
তিনি আমাকে একটি দরখাস্ত লিখে কলেজ পরিক্ষক কমিটির কাছ থেকে একটি লিখিত নিয়ে আসতে বলেন। আমি অধ্যক্ষের কথা মত কলেজ পরিক্ষক কমিটির কাছ থেকে লিখিত নিয়ে আসি।
তারপরে তিনি আজ দেখছি কাল দেখছি করে সময় দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে।
কিন্তু আজ ফরম পূরনের লাষ্ট ডেট, আমার ফরম পুরন করা হয়নি।
এ বিষয়ে মুজিবনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রেজাউল হক বলেন, আমি নিয়ম বহির্ভুত কোন কাজ করিনি। কিছু ছাত্র আমার কাছে এসে অযথা খারাপ আচরন করে।
-মুজিবনগর অফিস