মেহেরপুর প্রতিদিন’র সংবাদ দেখে মুজিবনগরে সেই অসহায় মা ও ছেলে কে কম্বল ও খাদ্য সামগ্রী দিয়ে সহয়তা করেছে কালের কন্ঠ-শুভ সংঘ নামের একটি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগ এর নেত্রীত্বে একটি দল অসহায় মা ও ছেলের হাতে এ সকল সামগ্রী তুলে দেন।
এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসিমুল জুনায়েদ, কোষাক্ষ্য আফসানা বিশ্বাস তিথি, মুজিবনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, ক্রীড়া সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। শুভ সংঘের মেহেরপুর জেলা কমিটি ও মুজিবনগর উপজেলা কমিটি যৌথভাবে এ উদ্যেগ গ্রহন করেন।
জেলা সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগ জানান, গতকাল প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে অসহায় মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ডোবার পাশে বসবাস করছেন। এবং খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা শুভ সংঘের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা করতে পেরে খুব ভাল লাগছে। তবে বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি এদের জন্য সহায়তার হাত বাড়ানোর।
মেপ্র/এমইএম