মেহেরপুরের প্রয়াত সাবেক এমএনএ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের স্বীকৃতি-স্বরুপ, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনকারীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস’কে “স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর)-২০২২” এ ভূষিত করায় ও মন্ত্রীপরিষদ বিভাগে “মুজিবনগর বিশ্ববিদ্যালয়” অনুমোদন দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মুজিবনগরবাসীর পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংক এর সামনে থেকে র্যালীটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দিন শাহিন, যুবলীগনেতা হাসানুজ্জামান লালটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ র্যালীতে অংশ নেন।